1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সাতকানিয়ার ৭৩টি ইটভাটার ৪৬টিই অবৈধ, স্থানীয় প্রশাসন নীরব - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভেজাল সার ও কীটনাশক জব্দ নরসিংদীর,শিবপুর পুটিয়া কামারগাঁও অবৈধ মবিল কারখানা জব্দ মালিক গ্রেপ্তার ঠাকুরগাঁও এর সিনিয়র সাংবাদিক শাহীন ফেরদৌসের মৃত্যু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়িতে ছাত্র-যুব মতুয়া মহাসংঘের মহাসম্মেলন বাগেরহাটে ফেনসিডিল ও বিদেশী মদসহ যুবক গ্রেফতার মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের সহায়তায় ১ টি ভেকু ও ৩ টি ট্রাক আটক বাগেরহাটে পৌর জামাতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম মডেল স্কুল’র বার্ষিক পুরস্কার বিতরণীয় ও ফলাফল প্রকাশ কাউখালী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতিঃ শফিক কোম্পানির গুরুতর বাইক এক্সিডেন্ট দেখতে ছুটেযান দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন ভাঙ্গুড়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সাতকানিয়ার ৭৩টি ইটভাটার ৪৬টিই অবৈধ, স্থানীয় প্রশাসন নীরব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম

সাতকানিয়ার ৭৩টি ইটভাটার ৪৬টিই অবৈধ,
স্থানীয় প্রশাসন নীরব : পরিবেশ আইন মেনেই ইট ভাটার লাইসেন্স নবায়ন উৎস কর, লাইসেন্স ফিসহ ৬০ হাজার টাকা রাজস্ব দিতে হয় সরকারকে। সাতকানিয়া অর্ধ্ব শতাধিক অবৈধ ইটভাটা থেকে এই তিন খাতে কোন ধরণের রাজস্ব পাচ্ছে না সরকার। এতে সরকার প্রতিবছর তিন কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তবে বৈধ, অবৈধ ইটভাটা থেকে ১০ লাখ ২৬ হাজার ৪৩৫ টাকা রাজস্ব আদায় করছে উপজেলা প্রশাসন। অবৈধ ইটভাটা থেকে সরকার কোন ধরণের কর পাচ্ছে না। কর না পেলেও সকল ইটভাটা থেকে ভূমি উন্নয়ণ কর (খাজনা) আদায় করা হয়। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের যোগ সাজসে বছরের পর বছর অবৈধভাবে ইট ভাটার কার্যক্রম চলে আসছে। এজন্য উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে দুষছেন পরিবেশবাদীরা।
এছাড়া উৎপাদিত ইট প্রতি আয়কর আদায়েও চলছে শুভ অংকের ফাঁকি। এক চতুর্থাংশ ইট উৎপাদন দেখিয়ে আয়কর প্রদান করা হয় বলে একাধিক সূত্রে জানা গেছে। প্রতি ইট ভাটায় এক মৌসুমে ৪০-৫০ লাখ ইট পুড়ানো হয়। কিন্তু আয়কর বিভাগকে দেখানো হয় উৎপাদিত ইটের এক চতুর্থাংশ। আয়কর বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে প্যাকেজ ভ্যাট চলে আসছে। ভাটা প্রতি চার-পাঁচ লাখ টাকা এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। সূত্র জানায় ২০১৩ সনের ৫৯ নং আইনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের ৪নং ধারায় লাইসেন্স ব্যতীত ইট তৈরী নিষিদ্ধ করা হয়েছে। এতে বলা হয়েছে আপাতত বলবৎ অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন ইট ভাটা যে জেলায় অবস্থিত সেই জেলার জেলা প্রশাসকের নিকট থেকে লাইসেন্স গ্রহণ ব্যতিরেখে কোন ব্যক্তি ইট ভাটায় ইট প্রস্তুত করতে পারবেন না। কিন্তু এই আইনের তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে অবৈধভাবে ইট তৈরি করে আসছে অবৈধ ইটভাটা মালিকেরা। পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা স্বত্বে এই প্রতিবেদককে জানান লাইসেন্স বিহীন ইটভাটাগুলো থেকে নবায়ন ফি হালনাগাদ করার কোন সুযোগ নেই। এতে সরকার প্রতি বছর বড় ধরণের রাজস্ব হারাচ্ছে।সাতকানিয়া উপজেলা আইন শৃঙ্খলা সভায় এবং প্রতিনিধি কে মোবাইল ফোনে সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে উচ্ছেধ মামলা রয়েছে। এসব অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা, কৃষি জমির টপসয়েল কাটা, লাইসেন্স বিহীন অবৈধ ইট ভাটা পরিচালনা, কাঠ পোড়ানোর বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক ব্যাপক পরিমানে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট ও নিয়মিত মামলা দায়ের এর মাধ্যমে অপরাধীদের কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে গত বছর হতে এ পর্যন্ত ৪৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ২২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ৪২ টি ডাম্পার ট্রাক, এবং ৪ টি এস্কেভেটর জব্দ করা হয়। পরিবেশের ছাড়পত্র না থাকায় ৪ টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। অবৈধ ইটভাটা ও ইট ভাটা সংক্রান্ত সকল অপরাধ দমনে উপজেলা প্রশাসন ব্যাপক পরিমানে সোচ্চার রয়েছে। এ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি