মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
রাজধানীর আশরাফি হোটেল এন্ড রেস্টুরেন্টে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪-এর প্রথম বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন।
স্লোগান “তথ্যের স্রোতে, সত্যের পথে” ধারণ করে আয়োজনটি আরও গৌরবোজ্জ্বল হয়ে ওঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেইল-২৪ এর প্রধান উপদেষ্টা সম্পাদক জিয়া উদ্দিন। সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক রাশেদ তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার প্রতিনিধি নুরুল আমিন হেলালি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আজীবন সম্মাননা পুরস্কার প্রদান, যা গ্রহণ করেন চিত্রনায়িকা মুক্তি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্ষসেরা সাংবাদিকদের সম্মাননা। ১ম বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হন আমিনুর রহমান, ২য় বর্ষসেরা রিপোর্টার মো. তানজিম হোসাইন এবং ৩য় বর্ষসেরা রিপোর্টার কামরুল হাসান কাব্য। এছাড়া সেরা অনুসন্ধানী রিপোর্টার সম্মাননা পান সামির পাল এবং সেরা মাল্টিমিডিয়া রিপোর্টার হন সাজাদ হোসেন।
দেশের বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিকদের উপস্থিতিতে বর্ষসেরা সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। বক্তারা সাংবাদিকতার নৈতিকতা ও সত্যনিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ মেইল২৪-এর অগ্রযাত্রার প্রশংসা করেন।
তথ্যের স্রোতে, সত্যের পথে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে বাংলাদেশ মেইল২৪ তার দ্বিতীয় বছরে আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছে।