স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ অনুধাবন করে সমগ্র জীবন পরিচালনা করতে পারলেই জীবন সুন্দরভাবে পরিপুস্পটিত হবে। পণ্ডিত সুনীতি বিকাশ আচার্য্য। শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম পরিচালনা পরিষদ (২০২৪-২০২৬) নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান আজ ২৯ নভেম্বর শুক্রবার দক্ষিণ চারিয়া শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম প্রাঙ্গণে সংগঠনের সভাপতি শ্রী তেজেন্দ্রলাল দেবনাথ মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সাধারণ সম্পাদক শ্রী প্রিয়াশীষ চক্রবর্তী অর্পণ ও সাংগঠনিক সম্পাদক ডাঃ শ্রী সজিত কুমার নাথের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা পণ্ডিত শ্রী সুনীতি বিকাশ আচার্য্য। উদ্বোধক ছিলেন পূজারী শ্রীমৎ নারায়ণ গোস্বামী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা শ্রী পুনেন্দু বিকাশ আচার্য্য, শ্রী হরিরঞ্জন নাথ, শ্রী দুলাল কান্তি নাথ, কমিটির সাধারণ সম্পাদক শ্রী ননীগোপাল আচার্য্য, সহ-সভাপতি নারায়ণ দেবনাথ বাবুল, শ্রী বাবুল শীল, সাংবাদিক উজ্জ্বল নাথ, শ্রী ছোটন দাশ, ডাঃ রনজিত নাথ শংকর, শ্রী সুভাষ নাথ সবুজ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক শিমুল নাথ, সহসম্পাদক প্রকাশ শীল, ডাঃ শয়ন আচার্য্য, জীবন আচার্য্য, শ্বিভূতি কুমার নাথ, আদিত্য দাশ সৈকত, সমরজিৎ দত্ত, বিশ্বজিৎ নাথ, রুপন কুমার নাথ, সুজন কুমার নাথ, অর্থ সম্পাদক সান্টু কুমার নাথ, ছোটন নাথ, সাজু কুমার নাথ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব নাথ, ছোটন নাথ, শিক্ষা বিষয়ক সম্পাদক বিদ্যানিধি আচার্য্য, অয়ন আচার্য্য, সিমলা রাণী নাথ, হৃদয় কুমার নাথ, ধর্ম বিষয়ক সম্পাদক কাঞ্চন আচার্য্য, রাধেশ্যাম নাথ, অপু চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক রুবেল শীল, তপন নাথ, নিতাই নাথ, হৃদয় নাথ, সজীব নাথ অজয়, আইন বিষয়ক সম্পাদক প্রকাশ কান্তি নাথ, উজ্জ্বল নাথ, তথ্য-প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক অন্জয় দেবনাথ, রিমন দে, রুবেল নাথ, পলাশ নাথ, দপ্তর সম্পাদক সৌরভ নাথ মিঠু, সাগর শীল, মিশু দেবনাথ, রিপন দেবনাথ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বাসুদেব ধর, ডাঃ বিকাশ নাথ, সাংস্কৃতিক সম্পাদক সেগুন কান্তি নাথ, অজিত কুমার নাথ, প্রদীপ মল্লিক, শ্যামল নাথ, বিজয় আচার্য্য, টিংকু চক্রবর্তী, রুপালী রাণী নাথ, শিল্পী রাণী নাথ, সজল নাথ প্রমুখ।