মোমিন আলি লস্কর ও উজ্জ্বলবন্দ্যোপাধ্যায় কুলতলী (ভারত)
: –
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়টি আসন শাসক দল নিজেদের দখলে রাখলো কুলতলিতে।সারা জেলায় সমবায়ের পর এবার স্কুল মাদ্রাসার ভোটেও জয় জয়কার তৃনমূল কংগ্রেসের। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানার মেরিগঞ্জ হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচন উপলক্ষে ২৫ ও ২৬শে নভেম্বর দুই দিন বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মনোনয়ন জমা পর্ব চলছিল। ভোট হওয়ার কথা ছিল ৮ই ডিসেম্বর,মোট ছয়টি আসনের ছয়টিতে মনোনয়ন জমা পড়ার কারণে আর ভোট হচ্ছে না।বিরোধী দল থেকে কেউ এখানে মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের দখলে গেল এই মাদ্রাসার পরিচালন কমিটি।এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির ভোট নিয়ে মেরিগঞ্জ -১নং তৃনমূল অঞ্চল সভাপতি জাকির হোসেন শেখ মঙ্গলবার বলেন, বিরোধী দের পায়ের তলায় মাটি নেই কুৎসা ও অপপ্রচার করে ভোটে লড়া যায় না।তাই তাঁরা প্রার্থী দিতে পারিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য রাজ্যে সর নির্বাচনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।এর থেকে ওদের শিক্ষা হওয়া উচিত।এদিনের জয়ীরা হলেন সাহাদুল লস্কর,
মোরসালিম লস্কর,আইনুল সরদার, সাদউদ্দিন ঘরামী,আখতারুল মন্ডল, ফাতেমা পুরকাইত।এদিন এই জয়ের পরে সবুজ আবির মেখে বিজয় উৎসবে মাতেন তৃনমূল কংগ্রেসের কর্মীরা।এদিন এই মনোনয়ন জমাকে ঘিরে অশান্তির আশংকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল মেরীগঞ্জ হাই মাদ্রাসায়।