আশরাফুল আলম রিপন। মাগুরা জেলা সংবাদাতা। মাগুরায় পরিবেশের জন্য ক্ষতিকর পাটকাঠি থেকে ছাই তৈরীর কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধনে নাকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক মানুষ অংশ নেয়।
গ্রামবাসির অভিযোগ বলেন, জেলার শ্রীপুর উপজেলার নাকোল মধুপুর এলাকায় ২০১৪ সালে ‘রিগা লো কোম্পানি’ নামে অবৈধভাবে পাটকাঠির ছাই তৈরির কারখানা স্থাপন করা হয়। কারখানাটি স্থাপনের পর থেকে ওই এলাকার অন্তত ১টি গ্রামের অসংখ্য মানুষ শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছেন। এ ছাড়া কারখানা পার্শ্ববর্তি এলাকার প্রায় ১শ’ একর জমির আবাদ এবং ক্ষেতের ফসল অর্ধেকে নেমে এসেছে।
এ অবস্থায় তারা ফসলী জমি এবং পরিবেশের জন্যে ক্ষতিকর এই কারখানাটি অপসারণের জোর দাবী জানান।