মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী পাঁচবিবি প্রেসক্লাবের সদস্যগন তিন বিঘা করিডোর ভ্রমণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন।
পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে ৩০ নভেম্বর শনিবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঐতিহাসিক তিন বিঘা করিডোর ভ্রমনের উদ্দেশ্যে সাংবাদিকদরা রওনা করেন ।
ক্লাবের সভাপতি আজাদ আলীর দিক নির্দেশনায় সহ সভাপতি সজল কুমার দাস ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে সকাল ১১ টায় ঐতিহাসিক তিন বিঘা করিডোর পৌছে । সেখানে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) আনুষ্ঠানিকতা শেষে ভারতের তিন বিঘা অতিক্রম করে বাংলাদেশ ভূ-খন্ডের দহগ্রাম ও আঙ্গরপোতা জিরো পয়েন্টে ঘুরে দেখেন।
এর আগে তিস্তা ব্যারেজে সাময়িক যাত্রা বিরতি করে পাঁচবিবি প্রেসক্লাবের
সাংবাদিকরা তিস্তা ব্যারেজ দর্শন করেন।
শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করেন ।