রাকিবুল ইসলাম সুমন বিশেষ প্রতিনিধি
বাগেরহাটের রামপালে আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের উদ্যোগে ও বাঁশতলি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ৪ দলীয় হা ডু ডু প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ২৯ নভেম্বর শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে
রামপাল উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন,
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ এর বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ কুদরত এলাহী,
এ সময় চার দলীয় হা ডু ডু প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন বাইনতলা ইউনিয়ন ও রানার্স আপ হন রামপাল সদর ইউনিয়ন
বাইনতলা ইউনিয়ন টিমের
টিম ম্যানেজার সৈয়দ কুদরত এলাহী ও মিলন ডাকুয়ার নেতৃত্বে সুসজ্জিতভাবে প্লেয়ারদের নিয়ে মাঠে প্রবেশ করেন এ সময় গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসা ঘোড়া বাদ্যযন্ত্র সহ তিনি তার প্লেয়ারদের কে নিয়ে খেলায় অংশগ্রহণ করেন
এ সময় সৈয়দ কুদরত এলাহী কাছে সাংবাদিক গন প্রশ্ন করলে তিনি তার জবাবে বলেন বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলা গুলো হারিয়ে যেতে বসেছিল, আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খেলার প্রিয় মানুষ ছিলেন তিনি সব সময় খেলোয়াড়দের কে অনুপ্রেরণা যুগিয়েছেন তুমি আরো বলেন বিএনপি ক্ষমতায় আসলে এরকম খেলাধুল আরো বেশি বেশি আজন হবে আমি আয়োজকদেরকে সাধুবাদ জানাই বিশেষ করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে
বাঁশতলী ইউনিয়ন বিএনপি অংঙ্গ সহযোগী সংগঠনের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই
খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন টিমের টিম ম্যানেজার সৈয়দ কুদরত এলাহী হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শামীমুর রহমান শামীম,
রানার্স আপ টিমের টিম ম্যানেজার এর হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন
অনুষ্ঠানের বিশেষ অতিথি
শেখ হাফিজুর রহমান তুহিন
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দর্শক ও খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শামিমুর রহমান শামীম এ সময় তিনি বলেন কোন ধরনের কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দলের জন্য কাজ করতে হবে, দলের কোন নেতাকর্মী কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দায় দল নিবে না, আমরা কোন প্রকার কোন বৈষম্য চাই না হিন্দু, মুসলিম, বৈদ্ধ ও খ্রিস্টান ধর্মসহ সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকবে, কোন অন্যায়কারী সে যত বড়ই নেতা হোক না কেন দল তার ছাড় দিবে না। মাদক সন্ত্রাস চাঁদাবাজি কাউকে ছাড় দেওয়া হবে না,দেশের মানুষের স্বার্থে, দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।