1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সীমান্তে বিজিবির সাড়াশি অভিযানে ২০ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ফেনসিডিল ও বিদেশী মদসহ যুবক গ্রেফতার মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের সহায়তায় ১ টি ভেকু ও ৩ টি ট্রাক আটক বাগেরহাটে পৌর জামাতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম মডেল স্কুল’র বার্ষিক পুরস্কার বিতরণীয় ও ফলাফল প্রকাশ কাউখালী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতিঃ শফিক কোম্পানির গুরুতর বাইক এক্সিডেন্ট দেখতে ছুটেযান দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন ভাঙ্গুড়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত পাবনার ঈশ্বরদীতে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল “বুনোফুল” এর কমিটি ঘোষণা ঝালকাঠিতে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের কর্মবিরতির ১ম দিনের সমাবেশে এম. নুরুল হুদা চৌধুরী- শান্তিগঞ্জে আগুন লেগে ৩ টি পরিবারের বসত ভিটা জ্বলে ছাই

সীমান্তে বিজিবির সাড়াশি অভিযানে ২০ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
রোববার (০১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, গাজীপুর, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদি বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় বিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার বেলতলা নামক স্থান হতে ২৫০ পিস ভারতীয় ইয়াবা আটক করে।

কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার ছয়ঘড়িয়া নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় মদ আটক করে।

কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগাডাঙ্গার মোড় নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়াও হিজলদি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস আরবি হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার বড়ালী নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।

এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/৪-এস, ৩/৩-এস এবং মেইন পিলার ৩ হতে আনুমানিক ১০০, ২০০ ও ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার ঘোষপাড়া, লক্ষীদাড়ী এবং ফলমোড় নামক স্থান হতে ৭৭ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ক্রীম, মলম, কম্বল, শাল চাদর, মোটরসাইকেলের টায়ার ও টিউব আটক করে।

কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার ছয়ঘড়িয়া নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১১ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিলমারী বিল নামক স্থান হতে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চারাবাড়ী নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

কাকডাংগা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার ভাগাডাঙ্গার মোড় এবং গেড়াখালীর মাঠ নামক স্থান হতে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ৪৮ হাজার টাকা মূল্যের ভারতী শাড়ি আটক করে।

এছাড়াও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার চান্দা ব্রীজ নামক স্থান হতে ২৭ হাজার টাকা মূল্যের আগরবাতী আটক করে।
সর্বমোট সিজার মূল্য ১৯ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো জানান, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি