আমির হোসেন,
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ তাহিরপুর পরিচালনা করে ২টি নৌকাসহ নিষিদ্ধ কোনাজাল আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ৬ জন ব্যক্তিকে আটক
করা হয়েছে। শনিবার (৩০নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ শাদাত মাহমুদ উল্লাহ।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খালাশ্রীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বদিউজ্জামান (৪৭), একই গ্রামের রাশেদ আলীর ছেলে সিরাজ আলী(৩৪), ছামসুল হুদার ছেলে ফরহাদ আলী(২৮), আলী উসমানের ছেলে কামরুজ্জামান (৩৮), গোলাম রব্বানীর ছেলে হাবিবুর রহমান(২৭), ফজর রহমানের ছেলে বাদশা (২৭)।
উপজেলা আনসার ভিডিপি অফিস সূত্রে জানাযায়, শনিবার সকালে টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রম রূপাবুই দাঁতভাঙা নামক এলাকায় দুটি কোনাজাল দিয়ে অবৈধভাবে মৎস্য নিধন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম এর নির্দেশে রামসিংহপুর ও গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরা কমিউনিটি গার্ডদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে তিন হাজার মিটার কোনাজালসহ দুটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে। আটককৃত কোনাজাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন ইউএনও আবুল হাসেম। এবং নৌকা গোলাবাড়ি আনসার ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হাসিবুল তারেক, গোলাবাড়ি ক্যাম্প কমান্ডার পিসি আনোয়ার হোসেন, রামসিংহপুর আনসার ক্যাম্প কমান্ডার এপিসি মানিক মিয়া, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম। এছাড়াও আনসার সদস্য ও কমিউনিটি গার্ডের সদস্যরা উপস্থিত ছিল।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম জানান, অভিযানে আটক ৬জনের প্রত্যেককে ১৫দিনের করে জেল দেয়া হয়েছে। দেশী মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ও টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।