1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সাতক্ষীরায় কারিগরী প্রশিক্ষণ শেষে যুবক যুবতীদের সনদ প্রদান - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভেজাল সার ও কীটনাশক জব্দ নরসিংদীর,শিবপুর পুটিয়া কামারগাঁও অবৈধ মবিল কারখানা জব্দ মালিক গ্রেপ্তার ঠাকুরগাঁও এর সিনিয়র সাংবাদিক শাহীন ফেরদৌসের মৃত্যু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়িতে ছাত্র-যুব মতুয়া মহাসংঘের মহাসম্মেলন বাগেরহাটে ফেনসিডিল ও বিদেশী মদসহ যুবক গ্রেফতার মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের সহায়তায় ১ টি ভেকু ও ৩ টি ট্রাক আটক বাগেরহাটে পৌর জামাতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম মডেল স্কুল’র বার্ষিক পুরস্কার বিতরণীয় ও ফলাফল প্রকাশ কাউখালী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতিঃ শফিক কোম্পানির গুরুতর বাইক এক্সিডেন্ট দেখতে ছুটেযান দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন ভাঙ্গুড়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় কারিগরী প্রশিক্ষণ শেষে যুবক যুবতীদের সনদ প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় কারিগরী প্রশিক্ষণ শেষে যুবক-যুবতীদের সিসিডিবি’র পক্ষ থেকে সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে বেসরকারি সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে নেদারল্যান্ডভিত্তিক দাতাসংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে এ সনদ প্রদান করা হয়।
এই প্রকল্পের আওতায় ৬৫ জন বেকার যুবক-যুবতী বিভিন্ন ট্রেডের ওপর ছয় মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ গ্রহণ করে, সেই যুবক-যুবতীগণকে তাদের প্রশিক্ষনের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান করে।

সিসিডিবি’র প্রধান কার্যালয়ের সিপিআরপি প্রকল্পের প্রধান জর্জ অসিত সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের পরিচালনায় বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দ্বি-পাক্ষিক কর্মসূচিসমূহের কো-অর্ডিনেটর আর্নেস্ট অনিন্দ সরকার।

আলোচনা শেষে সিসিডিবি’র পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এসময় সাংবাদিক আসাদুজ্জামান সরদার, প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, হিসাবরক্ষণ কর্মকর্তা রিচার্ড অধিকারী, মাঠ সংগঠক সুদীপ্ত বিশ্বাস, রিপন বাডুই প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, দিনে দিনে দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, যার অন্যতম প্রধান কারণ যুব শক্তির কারিগরী দক্ষতা না থাকা। বেকার সমস্যা সমাধান কল্পে কারিগরী প্রশিক্ষনের কোন বিকল্প নাই। যে দেশ যত বেশি দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছে সে দেশ তত বেশী শিল্পউন্নত।

এই বিপুল সংখ্যক জনশক্তিকে উপযুক্ত কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের মধ্যমে উৎপাদনমুখী কাজে ব্যবহার করতে পারলেই দেশের টেকসই উন্নয়ন করা সম্ভব। বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মেও উদ্ভাবনী শক্তির বিকাশে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার প্রয়োজন। এর মাধ্যমে প্রয়োজন মানবসম্পদ, প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য সম্পদের দক্ষতা বাড়িয়ে দারিদ্র বিমোচন, ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা। এ লক্ষ্যে পৌঁছাতে হলে কারিগরি শিক্ষার হার বৃদ্ধির কোনো বিকল্প নেই।

প্রসঙ্গত, প্রকল্পটি সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার যুব সমাজের বেকারত্ব দুরীকরণে ২০২৩ সালের এপ্রিল থেকে কাজ করে যাচ্ছে। যুব প্রজেক্টের অধীনে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ৬৫ জন যুবককে ৬ মাস ব্যাপী বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

টেইলারিং, মোটরসাইকেল গ্যারেজ, বিউটি পার্লার, টিভি -ফ্রিজ সার্ভিসিং, ইলেকট্রনিক্স, ফার্নিচার, ওয়েল্ডিং, লেদ ইত্যাদি কর্মক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে বেকারমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি