স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মাইজভান্ডারি দর্শনের অন্যতম মুখপত্র মাসিক আলোক ধারার সম্পাদক, চট্টগ্রামের প্রাচীন পত্রিকা দৈনিক আজাদীর সহ সম্পাদক, বিশিষ্ট লেখক, গবেষক, সাহিত্যিক, ঐশী আলোর জলসাঘর (মাইজভান্ডারি গান) স্বাধীনতা সংগ্রামে মাইজভাণ্ডার দরবার শরিফের ভূমিকাসহ বহু গ্রন্থ প্রণেতা , অছিয়ে গাউছুল আযম মাইজভান্ডারি ও শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কেবলা’র সান্নিধ্য প্রাপ্ত, সাংবাদিক মো: মাহবুব উল আলম আজ ২ ডিসেম্বর দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে
ইন্তেকাল করেছেন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন।
আগামীকাল ৩ ডিসেম্বর সোমবার হাটহাজারীর এনায়েতপুরস্হ তার পারিবারিক কবরস্হানে বাদে জোহর জানাজা অনুষ্ঠিত হবে।