মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে এসএসসি পরীক্ষার্থী ২০২৫ সালের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ডিসেম্বর ) সকালে অত্র প্রতিষ্ঠানের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে ক্রীড়া শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে, সচেতন হতে হবে । সেই সাথে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে আরও বেশি আন্তরিক হতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনজুর এ মতিন , ইংরেজি শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, বাংলা শিক্ষক রুহুল আমিন বাবলু, ধর্মীয় শিক্ষক মাওলানা শামসুর রহমান,অভিভাবক মোঃ শামিম ইসলাম, মোঃ হাফিজুর ইসলাম, সাংবাদিক ইমরান হোসেন প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাছির উদ্দীন, রেহেনা আক্তার বানু, কংকন কুমার সাহা, সুনীল কুমার, শাশ্বত সুন্দর মন্ডল, যামিনী দেবনাথ, শর্মিষ্ঠা মজুমদারসহ সকল শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।