আজ (২ডিসেম্বর) সোমবার দুপুর একটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,নিহতরা হলেন,মজিবর রহমান,ইব্রাহিম ও সাবেক মেম্বার নাজিমুদ্দিন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাযায়,ঢাকা-আরিচা মহাসড়কের সাভারগামী লেনে একটি প্রাইভেটকার যাচ্ছিল,প্রাইভেট কারটির পেছন দিক থেকে দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে আসা উত্তরবঙ্গগামী সি-লাইন নামক পরিবহনের ধাক্কায় মুহুর্তে দুমড়েমুচরে যায় প্রাইভেটকারটি।
এতে করে প্রাইভেটকারে থাকা তিনজন আরোহী ঘটনাস্থালেই নিহত হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজন রয়েছে বলে জানান স্থানীয়রা। দ্রুতগতিতে আসা পরিবহনের ড্রাইভার,সুপারভাইজার এবং হেল্পার পালিয়ে যায়। বাসটি আটক ও প্রাইভেটকারটি উদ্ধার করেন পুলিশ।
এই ঘটনায় বাসটি আটক করেন স্থানীয়রা এবং নিহতদের পরিবাররা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।