মোঃ আফতাবুল আলম
রাজশাহীতে ৩ ডিসেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদা ও আড়ম্বরপূর্ণভাবে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র, এবং বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এর সাথে সমন্বয় করে একযোগে উদযাপন করা হয়।
এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষৎ বির্নিমাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ”। দিবসটি উদযাপনের লক্ষে আজ সকাল ১১.০০ টার সময় জেলা প্রশাসক, রাজশাহী কার্যালয় চত্বরে র্যালী এবং সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিয়া আকতার, জেলা প্রশাসক, রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, সিভিল সার্জন, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মনিরা খাতুন, উপপরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রাজশাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছা: হাসিনা মমতাজ, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহী। উক্ত অনুষ্ঠানে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।