মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন শুনানি এক মাস পিছিয়ে গেছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে মঙ্গলবার শুনানির নির্ধারিত দিন থাকলেও তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত হননি। ফলে বিচারক আগামী ২ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান জানান, জামিন আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত নতুন দিন ধার্য করেন।
জামিন শুনানির তারিখ উপলক্ষে চট্টগ্রাম আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত প্রাঙ্গণ ও আশপাশে অবস্থান নেন। তবে চিন্ময় কৃষ্ণ দাশকে এদিন আদালতে হাজির করা হয়নি।
এর আগে, ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম।
আগামী ২ জানুয়ারি নতুন শুনানির আগে চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নিয়ে জটিলতা অব্যাহত থাকবে। মামলার প্রক্রিয়া সামাজিক ও রাজনৈতিক মহলে বিতর্কিত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।