মোঃ আব্দুল গফুর শিকদার
(ভোলা) জেলা প্রতিনিধি।।
ভোলার মনপুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে জাটকা ইলিশ ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্ট গার্ড। উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম’র নের্তত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।
সোমবার (০২ ডিসেম্বর) সকাল থেকে মেঘনা নদীতে অভিযানের পর দুপুর ৩ টায় ঢাকাগামি লঞ্চ থেকে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরে বিকেলে জব্দকৃত কারেন্ট জাল উপজেলার হাজীর হাট ইউনিয়নের সোনার চর গ্রামে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং স্থানীয় মসজিদ, এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে জাটকা ইলিশ বিতরন করা হয়।
কোস্ট গার্ডের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম জানান, একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা মেঘনা নদীর নায়েবের হাট, পাতার চর, সোনার চর ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এসময় ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ হাজার মিটার পাই জাল জব্দ করা হয়। এবং ঢাকাগামি লঞ্চে থাকা ৮টি ইলিশের ঝুড়ি তল্লাশী করে ৩৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার জানান, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব অবৈধ কারেন্ট জাল ও জাটকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি, কোস্ট গার্ড ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাটকা মাছ বিভিন্ন মসজিদ, এতিমখানা ও গরিব মানুষের মাঝে বিতরন করা হয়।