মোঃ সফিয়া রহমান বিশেষ প্রতিনিধি- :
ডিএমপি ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ আলকাতরা মোড়ে গত ০২/১২/২৪ তারিখ রাত্রগভীর সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে ১০৬ পুরিয়া (৫০০ গ্রাম) মাদকদ্রব্য গা’জাসহ মাদক সম্রাট আব্বাস কে আটক করেন। ধৃত আসামী আঃ সামাদ মোল্লার ছেলে আব্বাস আলকাতরা ফ্যাক্টরি এলাকায় ফুটপাতে অস্হায়ী ঝুপড়ি ঘর তৈরি করে দীর্ঘদিন যাবৎ স্বপরিবারে বসবাস করে আসতেছে।
অভিযানে ছিলেন উপপরিদর্শক মুরশিদুল আলম সহঃ উপপরিদর্শক মোঃ গোলাম রসুল সহঃ উপপরিদর্শক সুশান্ত চন্দ্র কনষ্টেবল সুজন মিয়া।
অভিযান টিম ইনচার্জ উপপরিদর্শক মুরশিদুল আলম জানান মাদকসম্রাট আব্বাস (৩৫) বিভিন্ন কৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গা’জা বিক্রয় করে আসতেছে। তার নামে চল্লিশটারও বেশি মাদক মামলা রয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় মাদক কারবারীদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান চলবে।