ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক সম্রাটকে আটক করা হয়েছে। ০৩ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে মেজর মোঃ নোমান মুনসির নেতৃত্বে ৩০ জনের একটি অভিযানিক দল ভালুকা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মোঃ আবু রায়হান, মোঃ আকিব হাসান আপন, ফাহিম হাসানকে আটক করা হয়।
জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় রায়হান, আকিব এবং ফাহিম ভালুকা এলাকায় মাদকের অভয়ারণ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করে। আসামিদের প্রত্যেকের নামে থানায় মাদক মামলা রয়েছে এবং পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল। তারা প্রত্যেকেই বড় ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। আটকের পর তাদের তল্লাশি করে ১২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের ভালুকা থানায় হস্তান্তর করা হয়।
মেজর মোঃ নোমান মুনসি জানান, মাদক ব্যবসায়ী রায়হান, আকিব এবং ফাহিমকে গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনীর অটল অঙ্গীকারের প্রমান বহন করে। এটি একটি কঠোর বার্তা দেয় যে, মাদক ব্যবসায়ী যত প্রভাবশালী এবং শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।