শেখ মারুফ হোসেন
কালিগঞ্জ সাতক্ষীরা।
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় কালিগঞ্জ ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈ মাসিক সভা মঙ্গলবার (০৩ডিসেম্বর) বিকাল ৩ টায় কালিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ওয়াইপিএজি এর সহ- সমন্বয়ক আকাশ দাশ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর সমন্বয়ক পারভেজ ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়াইপিএজি সমন্বয়ক শেখ পারভেজ ইসলাম। সভায় ক্রিয়েট ক্যাডার অব লিডার্স ফর ফিউচার ডেমোক্যাটিক এন্ড পিসফুল বাংলাদেশ প্রশিক্ষণ, সামাজিক কর্মসূচি বাস্তবায়ন ও পিস ইভেন্ট বিষয়ে বিস্তারিত অঅলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা অঞ্চলের এরিয়া কো অরডিনেটর এস. এম রাজু জবেদ। সভায় বক্তব্য রাখেনে পিএফজি কো অরডিনেটর সুকুমার দাশ বাচ্চু, পিএফজি সদস্য শান্তি রঞ্জন চক্রবর্তী, এম হাফিজুর রহমান শিমুল, এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, শেখ আনোয়ার হোসেন, শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ। বক্তারা বলেন, কালিগঞ্জে রাজনৈতিক, ধর্মীয় ও জতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতির আহবানে পিএফজি’র পাশাপাশি ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপও কাজ করবে। তারা আরও বলেন, কালিগঞ্জে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় যে সকল কর্মসূচি গ্রহণ করা হলো তা বাস্তবায়নে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপকে পিএফজি সার্বক্ষনিক সহয়োগিতা করবে। বিগত দিনে এ উপজেলায় সুজন ও পিএফজি গ্রুপের সক্রিয় সদস্যরা শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিশেষ ভূমিকা রেখেছেন, আগামীতেও কাজ করবেন এই আশাবাদ ব্যাক্ত করি।