আজ ৩রা ডিসেম্বর মঙ্গলবার, সকাল ০৮:৩০ নাগাদ, হলদিয়া মেডিকেল কলেজ সহ পৌর এলাকার গান্ধীনগরে লক্ষণ শেঠের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালায়,
অন্যদিকে হলদিয়া বালুঘাট আই কেয়ার মেডিকেল কলেজেও ইডি র একটি টিম তদন্ত চালাচ্ছে সকাল থেকেই, একই দিনে পরপর তিন জায়গায় ইডির তল্লাশি ও হানায় অনেকের প্রশ্ন জেগে উঠেছে। সকালেই অনেকেই হতবাক শোনার পর।
সাংবাদিকদের মুখোমুখি হলে বিজেপির বিরোধী দল নেতা,শুভেন্দু অধিকারী বলেন, এটা অনেক আগেই হওয়ার দরকার ছিল, যেভাবে দুর্নীতির আগ্রা গড়ে তুলেছে, পশ্চিমবঙ্গের যতগুলো মেডিকেল কলেজ আছে এবং ইনস্টিটিউট আছে প্রত্যেক টাতেই দুর্নীতিতে ভরা, তবে ইডির আরো অনেক আগে আসা উচিত ছিল, এমনকি পশ্চিমবঙ্গের যিনি রাজত্ব চালাচ্ছেন তাহার বিরুদ্ধেও অভিযোগ তুললেন, দলের বিরুদ্ধেও, তাই এবার চাই দুর্নীতি মুক্ত কাজ, সাধারণ ছেলেমেয়েরা জাতে আর না ঠকে, এবং ন্যায্য শিক্ষার ভিত্তিতে চাকরি পেতে পারে, এবং যারা দুর্নীতি করছে তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। পশ্চিমবঙ্গের সমস্ত ডিপার্টমেন্টে দুর্নীতিমুক্ত হোক।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, ভারত।