অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
দক্ষিণ পার-নওগাঁ তরফদারপাড়া যুব উন্নয়ন সংঘ এর উদ্যোগে তাফসির কোরআন মাহফিল অনুষ্ঠিত। (৩ ডিসেম্বর) মঙ্গলবার বিকল ৫ টায় দক্ষিণ পার-নওগাঁ তরফদারপাড়া তরফদার আবাসিক এরিয়া মাহফিলে প্রধান বক্তার হিসাবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক, হযরত মাওঃ গাজী মোঃ মোহেব্বুল্লাহ সিদ্দিকী খতিব, বায়তুল আজম জামে মসজিদ, মিরপুর-১১ ঢাকা।
দ্বিতীয় বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, প্রখ্যাত মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওঃ মোঃ রেদওয়ানুল্লাহ্ নায়েবে মুহ্তামিম, দপ্তরীপাড়া মাদ্রাসা, নওগাঁ। তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, প্রেখ্যাত মুফাসসির, বরেণ্য ওয়ায়েজ হাফেজ মাওলানা মুফ্তি ওয়ালীউল্লাহ্ আমিনী প্রভাষক, দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা, নওগাঁ।
এছাড়াও আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আলহাজ্ব হযরত মাও: মো: ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁ।
মহাফিল পরিচালনা করেন, আলহাজ্ব হযরত মাও: মো: আইউব আলী মুফাসসির, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁ।
মাহফিলে হাজার হাজার মমিন মুসলমান অংশ গ্রহণ করেন।