তাং ০৪/১২/২৪ তারিখে Rural Microenterprise Transformation Project (RMTP) এর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ উপ-প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলার মংগলকোট ইউনিয়নের মমংগলকোট মাছ বাজারে “মৎস্য ও মৎস্য পণ্য বিপণন এবং পরিবহণে নিয়জিত কর্মীদের ‘Good Handling Practice’ বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন” অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুদীপ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কেশবপুর এবং রাকিব হোসেন ,বাওড় ব্যবস্থাপক, বেড়গোবিন্দপুর বাওড়, চৌগাছা। উক্ত প্রশিক্ষণে ২৫ জন মাছ বিপণনে জড়িত সুবিধাভোগী উপস্থিত হন।
উক্ত প্রশিক্ষণে মাছ বিপণনে সাথে জড়িত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
মো: হাসান উজ জামান
ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (ভিসিএফ)
আর আর এফ-আরএমটিপি