মোঃ মিরাজ মোল্লা শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শিবচর প্রেসক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ সময় বিনা প্রতিদ্বন্দ্বীতায় শিবচর প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মো. সিরাজুল ইসলাম (ঢাকা জার্নাল) সভাপতি ও আবুল খায়ের খানকে (বিজয় টিভি ও ভোরের ডাক) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলেজ মোড় মধুমতি টাওয়ার ২য় তলায় ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কার্যকরী কমিটি ঘোষণা করেন শিবচর প্রেসক্লাবের নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার বাবুল আশরাফ, সহকারী নির্বাচন কমিশনার মো. আবু বকর মিয়া ও মো. গোলাম মাওলা। এসময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. খলিল মিয়া, সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা, আহসান হাবীব। যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিয়া, সাংগঠনিক সম্পাদক-১ মো. রুবেল মোড়ল, সাংগঠনিক সম্পাদক- ২ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, দফতর সম্পাদক শাহীন বিন আনিছ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মশিউর কাজী, আইন বিষয়ক সম্পাদক মো. রাহাত হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক মো. মিরাজ মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রকি, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হাকিম, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন ফরাজী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. লিটন খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রিপন শিকদার, কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. শাহিন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রিয়াজ রহমান, কার্যকরী সদস্যঃ সবুজ হাওলাদার, মো. মাহবুবু রহমান ফিরোজ, সুমন খালাসী, শ্রী বিপ্লব চন্দ্র দাস, ইকবাল হোসেন ঢালী, মো. গোলাম মাওলা, তানভীর হাসান।
নতুন এই কমিটি প্রকাশের পরপরই উপজেলা বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানান।