মোঃ আফতাবুল আলম
আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আর্থ-সামাজিক সহ রাজশাহীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন বললেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা ড. কেরামত আলী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. কেরামত আলীর নেতৃত্বে আজ ৪ ডিসেম্বর বুধবার দুপুর ১২-০০ টার সময় নব-নিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে নব-নিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথ সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সাধারণ সম্পাদক গোলাম মুর্তজা, রাজশাহী জেলা যুগ্নু সাধারণ সম্পাদক নাজমুল হক ও অধ্যাপক কামারুজ্জামান, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, সালাউদ্দিন আহমদ, হড়গ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ রাজশাহীর রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, নগরীর আর্থ-সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দেশের উন্নয়ন ও রাজশাহীর পুনর্গঠনে সকল কর্মকাণ্ডে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।