নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় যোগ দিয়েছে নাসিরনগর উপজেলা বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে কুমিল্লা শিল্পকলা একাডেমীতে আয়োজিত বিভাগীয় সাংগঠনিক সভায় যোগ দেন তারা।
এর আগে সমাবেশে যাওয়ার প্রাক্কালে সুপার ফাইভ নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, সিনিয়র সহ সভাপতি এ কে এম খালেদ,সাধারন সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, যুগ্ম সাধারন সম্পাদক আমিরুল হোসেন চকদার ও সাংগঠনিক সম্পাদক আলী আজ্জম চৌধুরী নাসিরনগর সদরে উপস্থিত উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন সুপার ফাইভ নেতৃবৃন্দ।
সমাবেশে যোগদানকারি সুপার ফাইভের অন্যতম সংগঠক উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠণিক সম্পাদক আলী আজ্জম চৌধুরী বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনের পর আমরা মুক্ত হয়েছি। বাংলাদেশ এখন স্বাধীন। আমরা আমাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছি। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের শক্তিশালী দল।
তিনি জানান, সাংগঠনিক সভায় সাধারন আলোচনার পাশাপাশি দলীয় শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে।