নাজমুল হাসান নাজির
বগুড়ার ধুনটে প্রতিবারের ন্যায় এ বছরও তিনদিন ব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল মাঠে আম বয়ানের মধ্যদিয়ে ভোর হতে ৪৬ তম এ ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
গত বৃহস্পতিবার যোহর নামায শেষে ইজতেমা ময়দানে স্থানীয় এক মৃতের জানাজাহ নামায অনুষ্ঠিত হয়। পরে ঢাকা থেকে আগত কাকরাইল মসজিদের মেহমান মাওলানা মুফতি রেজাউল করিম উদ্বোধনী বয়ান পেশ করেন। ইজতেমায় ক্রমন্বয়ে বয়ান পেশ করবেন আরব জামাতের মাওঃ ইউছুব সাহেব, হাজী আঃ ছামাদ ও মাওঃ আঃ রহমান। এছাড়াও প্রতিদিন ওয়াক্ত নামাজ শেষে বিভিন্ন দেশ ও বিদেশ হতে আগত মেহমানরা সমাবেত মুসল্লী ভাইদের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে দ্বীনি বয়ান পেশ করবেন। অন্যান্য বারের মত ইজতেমা ময়দানে দূরদূরান্ত থেকে এবারও হাজার হাজার মেহমান উপস্থিত হয়েছেন।
মেহমানগন তাদের সঙ্গে আনা প্রয়োজনীয় জিনিসপত্র সহ নিজ নিজ তাবুতে অবস্থান নিয়েছেন। বিশ্ব ইজতেমা উপলক্ষে অনেক স্থানীয় দোকানীরা পাশেই শীতের কাপড়, খাবার হোটেল, টুপি, আতর ও কুরআন হাদিসের বই সহ নানা প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান নিয়ে বসেছে।বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি জানান, ইজতেমায় আসা তাবলীগ জামায়াতের সাথী ভাইদের সকল সুবিধার জন্য কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রতি বছরের মত এবারও সৌদি আরব, মালয়েশিয়া, মরক্ক সহ দেশ-বিদেশের মুসুল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা সমাপ্ত হবে। এ ইজতেমা ময়দানে থেকে তাবলীগের সাথী ভাইয়েরা জামায়াত গঠন শেষে দেশব্যাপী দাওয়াত পৌঁছে দিয়ে রাজধানীর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার শরিক হবে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল জানান, ইজতেমা ময়দানে প্রশাসনের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেডিক্যাল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ইজতেমার আশেপাশে মানুষ চলাচলের জন্য ধুলাবালির হয় সেক্ষেত্রে ফায়ার সার্ভিস টিমকে পানি ছিটিয়ে দিতে বলা হয়েছে। বুধবার ইজতেমা ময়দান পরিদর্শন করেছি। ইজতেমা ময়দান সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, সরুগ্রাম বিশ্ব ইজতেমা ময়দানে একটি ভ্রাম্যমান পুলিশ কন্ট্রোলরুম স্থাপন করেছি। ইজতেমা ঘিরে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোষাকের পুলিশ (ডিএসবি) মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা জুড়ে পুলিশের নজরদারিতে রয়েছে।