আজ ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার, ঠিক বিকেল পাঁচটায়, ধর্মতলার লেলিন মূর্তির সামনে থেকে, কেন্দ্রীয় শ্রমিক সংগঠনসমূহ ও শিল্পভিত্তিক ১২ই জুলাই কমিটির আহবানে এক মহা মিছিল কলেজ স্কোয়ার পর্যন্ত।
উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা ও সংগঠনের কর্মীরা, মিছিলের প্রথম ভাগে ছিলেন, অনাদি সাউ, সুভাষ মুখার্জি, বাসুদেব ঘোষ ,ইন্দ্রজিৎ ঘোষ, গার্গী চ্যাটার্জি, কামারুজ্জামান কামার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এই মিছিলে অংশগ্রহণ করেন যে সকল ট্রেড ইউনিয়ন, তাহাদের মধ্যে ছিলেন, সি আই টি ইউ, ইউ টি ইউ সি, আই এন টি ইউ সি, এ আই টি ইউ সি, এ আই ইউ টি ইউ সি, এ আই সি সি টি ইউ, ১২ ই জুলাই এবং কংগ্রেস।
বাংলাদেশী যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং সন্ন্যাসীকে আটক করে রাখা হয়েছে তাহার প্রতিবাদে আজকের এই মহা মিছিল এবং বেশ কিছু দাবি তোলেন।
বাংলাদেশ সহ-সর্বত্র সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে।
ধর্মের নামে হিংসা ও ঘৃণার রাজনীতি বন্ধ করতে হবে।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ধর্মীয় স্থানের স্থিতাবস্থা বজায় রাখতে হবে।
সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে হবে।
বিনা স্বার্থে আটক সন্ন্যাসীদের মুক্তি দিতে হবে,
যারা হিন্দুদের উপর অত্যাচার করছে খুন করছে অবিলম্বে বন্ধ করতে হবে।
আজ এই সকল দাবি নিয়েই বিভিন্ন ট্রেড ইউনিয়নের কয়েকশো শ্রমিক ও সদস্যরা মিছিল করে কলেজ স্কোয়ার পর্যন্ত যান এবং স্লোগান দিতে থাকেন।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা (ভারত)