শ্রীপুরে মেঘনা গ্রুপের কারখানার বর্জ্য নিষ্কাশনে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ করেছেন যুবদল নেতা এমদাদ প্রধান।
উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকার মেঘনা কারখানার বর্জ্য নিষ্কাশন করার জন্য ড্রেনেজ ব্যবস্থা করার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী ও কৃষকরা বাঁধা দেয়। এমদাদ প্রধান বলেন,একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়েছেন। মিথ্যা ঘটনায় আমাকে জড়িয়ে অপপ্রচার করা হয়েছে। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।