মুন্সীগঞ্জ প্রতিনিধি – মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি বেতকা খিলপাড়া এলাকায় স্বামী স্ত্রীর ঝগড়ার ঘটনায় পিতার বিরুদ্ধে ছেলের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার ০৫ই ডিসেম্বর বেতকা খিলপাড়া এলাকায় আব্দুল মালেক মিয়ার ছেলে সাকিল গত ৪ই ডিসেম্বর বুধবার টঙ্গিবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলেন, আমার বাবা মার সাথে কি হইছে তা আমি জানি না আমি দীর্ঘদিন কাতারে ছিলাম হঠাৎ বাড়িতে আসলে আমার বাবা ঘরে ঢুকতে দেয়নি বলে থানায় আমি সাধারণ ডায়েরি করেছি।
এবিষয়ে টঙ্গিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে সাব ইন্সপেক্টর ওসমান বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি সরেজমিনে গিয়ে তদন্তে সাপেক্ষে বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।