তানভীর আহমেদ পাটগ্রাম
প্রতিনিধি:
লালমনিরহাটের করালগ্রাসী প্রমত্তা তিস্তা নদী এখন মরুভূমি। তিস্তা নদীর বুকে জেগে ওঠা বালুচরে চাষাবাদ করছেন তিস্তা পাড়ের লক্ষ লক্ষ কৃষক।
তিস্তা নদীর পাড়ের বসবাসকারীরা জানান, তিস্তা নদী এখন আর যেন নদী নয়, এ যেন বিস্তীর্ণ আবাদি জমি। তিস্তা নদীর বুকে খেয়াপারে বা মাছ ধরতে নৌকা নিয়ে ছুটে চলা মাঝি-মাল্লাদের দৌড়ঝাঁপ নেই। পানি আর মাছে পরিপূর্ণ তিস্তা নদীর বুকে জেগে উঠেছে শুধুই বালুচর। মাছ ধরতে না পেরে মানবেতর জীবন যাপন করছে তিস্তা নদীর দুই পাড়ের কয়েক হাজার জেলে পরিবার। বিপন্ন হতে বসেছে তিস্তা নদীর বুকে বাস করা নানা জীববৈচিত্র্য। নৌকা দিয়ে নয়, পায়ে হেঁটেই তিস্তা নদী পাড়ি দিচ্ছেন তিস্তা নদীর দুই পাড়ের সাধারণ মানুষজন। জেলে থেকে শুরু করে নদীকে কেন্দ্র করে বেঁচে থাকা লক্ষ লক্ষ মানুষের কান্নায় তিস্তা নদীর পাড়ের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ অঞ্চলের বৃহৎ নদী তিস্তা এখন মরুভূমি। তিস্তা নদীর বুক চিরে কৃষকরা ফলাছে নানা ধরনের ফসল। প্রমত্তা তিস্তা নদীর খেয়া-ঘাটের নৌকাগুলো গায়ে গা ঘেঁষে রাখা হয়েছে। তিস্তা নদী পায়ে হেঁটে পার হয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা।