মোঃরেজাউল করিম
বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল মির্জাপুরে লতিফপুর ইউনিয়ন (৯নং ওয়ার্ড) চাঁনপুর পশ্চিম ও মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
গত (৬ই ডিসেম্বর)২০২৪ইং রোজ শুক্রবার,
#প্রধান অতিথিঃ জনাব মোঃ হারুন অর রশিদ, ডিরেক্টর সিংগাপুর বাংলাদেশ ট্রেনিং সেন্টার, (সাভার)
#উদ্বোধক ছিলেনঃ জনাব মোঃ আলী হোসেন(রনি) চেয়ারম্যান, লতিফপুর ইউনিয়ন পরিষদ।
পরিচালনায় ছিলেন,ক্বারী মোঃ নুরুল ইসলাম, খতিব ভুলুয়া জামে মসজিদ, মির্জাপুর টাঙ্গাইল।
#প্রধান বক্তা –
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন,
হাফেজ মাওলানা কামরুজ্জামান আয়ুবী (মতলব,চাঁদপুর)
#দ্বিতীয় বক্তা –
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরত মাওলানা আবু হানিফ জিহাদী আলাপনী,মুহতামিম পল্লী নুরুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও খতিব বায়তুন আমান জামে মসজিদ।
#তূতীয় বক্তা- বিশেষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা- জাকির হোসাইন, ইমাম ও খতিব, চাঁনপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মির্জাপুর টাঙ্গাইল।
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি ছিলেন: জনাব মোঃ সামছুল আলম বিশিষ্ট সমাজ সেবক (চাঁনপুর)
উক্ত ইসলামিক জলসায় সার্বিক সহযোগিতারঃ(চাঁনপুর গ্রামবাসী)