মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
“পরিস্কার পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটা আমাদের মানসিকতার প্রতিফলন” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (৭ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়।
প্রেসক্লাব সভাপতি সহ-অধ্যাপক সামিউল আযম মনিরের নেতৃত্বে প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে উপজেলা সদরের বিভিন্ন সড়কে পলিথিন, আবর্জনা পরিস্কার কর্মসূচি পালন সহ জনসাধারণ ও ব্যবসায়ীদের বর্জ্য রাখার পাত্র স্থাপন করার পরামর্শ প্রদান করা হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে উৎসাহ প্রদানে অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। উপজেলা নির্বাহী অফিসার পরিচ্ছন্নতা কর্মসূচিকে স্বাগত জানান। তিনি বলেন শ্যামনগর উপজেলা বাংলাদেশের বৃহত্তম উপজেলা এটি পরিস্কার রাখা সকলের কর্তব্য। এখানে ভ্রমণ পিপাসুরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য বহুদূর থেকে চলে আসেন। বাইরের সকলে এসে পরিস্কার উপজেলা দেখতে পরিচ্ছন্নতা রাখা প্রয়োজন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। পরিচ্ছন্নতা কর্মসূচিতে স্বপ্রনোদিত হয়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।