কামরুল ইসলাম
শনিবার লোহাগাড়া উপজেলার অর্ন্তরগত বড়হাতিয়া মনু ফকির বাজারের ২৮৫ জন ব্যবসায়ীদের নিয়ে ঝাঁক জমক পুর্ন ভাবে বনিক সমিতির নির্বাচন সম্পূর্ণ নতুন আমেজে ব্যবসায়ী ভোটারদের শতভাগ উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীরা বলেন ১৩/১৪ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৩/১৪ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলেও রহিম মেম্বার যেমন মেম্বার হিসেবে সততার সাথে ওয়ার্ড পরিচালনা করছেন তেমনি সততার সাথে উক্ত বাজার কমিটি পরিচালনা করেছেন। আজ ১৩/১৪ বছরের মধ্যে তাকে কোন ধরনের কলংক স্পর্শ করতে পারেনি। এইবারের নির্বাচনে তার বিরুদ্ধে একটি শক্তি শালী প্যানেল তাকলে ও বহুল ভোটে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি ২৮২ ভোটের মধ্যে ১৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তার অপর প্রার্থী ছিলেন জামাত নেতা আবদুল্লা। অন্য দিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তারুণ্য দীপ্ত নেতা মনু ফকির বাজারের ব্যবসায়ীদের অহংকার যুব সমাজের আইকন সংগঠক সমাজ সেবক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা ইউনিয়ন যুবদল নেতা মোঃ ফারুক তিনি ও বহুল ভোটের মধ্যদিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি বলেন এইবারের বনিক সমিতির নির্বাচনে দুইটি প্যানেল নির্বাচন করেছে একটি জামাতের অন্যটি সাধারণ ব্যবসায়ীদের, সাধারণ ব্যবসায়ীদের প্যানেলের ১১ জন, জামাত প্যানেলের ৪ জন মোট ১৫ জন জয় লাভ করেছে। আমরা প্রথমে যারযার মত করে নির্বাচন করতে চেয়ে ছিলাম কিন্তু জামাতের কয়েকজন নেতার কারনে প্যানেল করতে বাধ্য হয়েছি আল্লাহর রহমতে আমাদের জয় হয়েছে অর্থাৎ সাধারণ মানুষের জয় হয়েছে আসা রাকি আগামীতেও সব ক্ষেত্রে সাধারণ মানুষের জয় হবে ইনশাআল্লাহ