চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের (চমেক) ব্লাড ব্যাংকের সামনে একটি দেয়ালে সাঁটানো হয়েছে কিডনি বিক্রির একটি বিজ্ঞপ্তি। ঋণের টাকা পরিশোধের জন্য ‘বি পজিটিভ’ একটি কিডনি বিক্রি করার আগ্রহ প্রকাশ করেন চান মিয়া । বিজ্ঞপ্তি দেওয়া হয় কিডনি বিক্রি করতে চান। বৃহস্পতিবার বিকালে এমন বিজ্ঞপ্তিটি দেওয়া হয়,বলা হয়েছে যার চোখে পড়বে সেই যেনো আমাকে সহায়তা করে ঋণের টাকা পরিশোধের জন্য স্বইচ্ছায় কিডনি বিক্রি করতে চাই। কিডনি বিজ্ঞপ্তির এবং মানুষের চোখে পড়লে তার সমস্যা সমাধান দূত হবে বলে জানান চান মিয়া।
নাম : চান মিয়া
পিতা : মোঃ বেলাল
মাতা : মতিজান বেগম
ঠিকানা : কাশেমের বাড়ি গ্রাম : চর ক্লার্ক ডাকঘর : জনতা বাজার ৩৮১৩ সুবর্ণচর নোয়াখালী
বর্তমান ঠিকানা : হালিশহর বশির সার মাজারের সামনে।
যোগাযোগ করুন – ০১৬৪৫-০৮১৯১৩