দেলোয়ার হোসেন জয়পুরহাট,পাঁচবিবি প্রতিনিধি
৮ ডিসেম্বর রবিবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শিরট্রি বাজারে জেলা জামায়াতে ইসলামীর আমীরের পথসভা অনুষ্ঠিত।
আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর নূর হোসেন আকন্দের সভাপতিত্বে
পথসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
এ সময় আরও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলার নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, উপজেলা সহকারী সেক্রেটারী আবু রায়হান,কুসুম্বা ইউনিয়ন আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান,আওলাই ইউনিয়নের সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ডাঃ ফজলুর রহমান সাইদ পথসভায় সকলের উদ্দেশ্যে বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুহাট ১ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।