স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশে প্রবর্তিত বিশ্বসমাদৃত একমাত্র ত্বরিকা ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারী’র উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রাসূল (দ.) আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.), মারাজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজাভাণ্ডারী (ক.)’র ৯৬তম পবিত্র খোশরোজ শরিফ উপলক্ষ্যে চতুর্থ মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার ফটিকছড়ি শান্তিরহাট বাজারস্থ বখতপুর ইউপি পরিষদ সংলগ্ন মাঠে আগামী ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি (ঘ) জোনের শাখাসমূহের ব্যবস্থাপনায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সংযুক্ত আরব আমিরাত শাখার সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মদ শফিউল আলম।
সংগঠনের ফটিকছড়ি (ঘ) জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মুহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মুহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী।
প্রধান বক্তা চবি আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ।
বিশেষ বক্তা ঢাকা শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজামউদ্দিন জামি।
প্রধান ওয়ায়েজিন আহসানুল উলুম জামেয়া গাউসিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইদ্রিস আনসারী।
বিশেষ ওয়ায়েজিন গোমদন্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করবেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল কালাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।