রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় উপজেলার মধুখালী গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়ের মধুখালী এলাকার শরাফত আলীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ব্যবসায়ী সাইফুল ইসলামের পাওনা সাড়ে ১১ হাজার টাকা চাওয়ায় গতকাল রবিবার একই এলাকার আব্দুল হকের নেতৃত্বে কিশোরগ্যাংয়ের ১৫/১৬ সদস্যর একদল সন্ত্রাসী রামদা, ছেনদা, চাপাটি ও লাঠি-সোঁটায় সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা সাইফুল ইসলামকে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে।
এ সময় তার স্ত্রী বাধা দিলে সন্ত্রাসীরা তার উপরও হামলা চালায়।
এ সময় হামলাকারীরা স্বর্ণের চেইন, নগদটাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে সাইফুল ইসলামকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ব্যবসায়ী সাইফুল ইসলামের স্ত্রী বিলকিছ বাদী হয়ে মধুখালী গ্রামের আব্দুল হক আব্দুল হকের ছেলে সুজন মিয়া,হোসেন আলীর ছেলে রিফাত হাসানসহ নামীয় ও অজ্ঞাত ১৫/১৬জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।