1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ পালিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে ঘরের ছাদে কমলা চাষ করে সফল ডা: সুহিত রঞ্জন নরসিংদী পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মহসিন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেছারাবাদে এক কৃষক লোককে নিয়ে ব্যবসায়ির নানা অপপ্রচার বগুড়ায় হোটেল ম্যানেজার হত্যার আসামী আলিফ শেখ গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান নবগঠিত জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নাসিরনগর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ ঠাকুরগাঁওয়ের খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভ গাজীপুরের শ্রীপুরে বোতাম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা
গড়বে আগামীর শুদ্ধতা”

আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, ময়মনসিংহ বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল ৯.০০ ঘটিকায় টাউনহল প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন অফিস; সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ; জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ময়মনসিংহ ; বিভিন্ন সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্টজনেরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পরিচালক, বিভাগীয় দুর্নীতি দমন কমিশন মহোদয়গন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এরআগে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আজ ৯ ডিসেম্বর সোমবার সকাল ৯.৩০ ঘটিকায় এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান। এছাড়াও উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ; মোঃ আজিজুল ইসলাম, পুলিশ সুপার, ময়মনসিংহ [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; আজিজ আহমেদ সাদেক রেজা, সহ সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ময়মনসিংহ; মোঃ জাকির হোসেন, সদস্য, সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ। সভায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ।

ডিআইজি তাঁর বক্তব্য বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি এবং দেশের সামাজিক নিরাপত্তা, আইনের শাসন ও গনতন্ত্র চর্চার অন্যতম অন্তরায়। তিনি তার আলোচনায় বৈশ্বিক প্রেক্ষিতে দুর্নীতি, বাংলাদেশে দুর্নীতির কারণ এবং ধরন, বিগত দেড়দশকে বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতা, সরকারি-বেসরকারি-সামাজিক সব স্তরেই ব্যাপকভাবে বিস্তৃত দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে বিশ্লেষণধর্মী আলোকপাত করেন। ডিআইজি মহোদয় বর্তমানে বিদ্যমান দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনার লক্ষ্যে অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গঠিত ‘দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন’- এর মাধ্যমে দুদক আরো কার্যকরী এবং শক্তিশালী ভাবে কাজ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি