1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বিশ্ব মানবাধিকার দিবসে রাজশাহীতে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নওগাঁয় প্রথম আলো ট্রাস্টের দেওয়া অসহায় গরীব ১৬০ জন কম্বল পেয়ে মুখে হাসি নরসিংদীর সাবেক এমপি পোটনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পাইকগাছায় জামায়াতের ইসলামীর আমীরে ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে র‍্যালি ও পথসভা বরিশালের বিভিন্ন জেলা উপজেলা লাইসেন্স বিহীন ফার্মেসি, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ লালপুরে গ্রীন ভয়েসের কমিটি গঠন, সভাপতি সজিবুল- সম্পাদক আল আমিন কাঠালিয়ায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার দুর্নীতির বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত এ তুফান ভারী, দিতে হবে পাড়ি ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

বিশ্ব মানবাধিকার দিবসে রাজশাহীতে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

 

মোঃ আফতাবুল আলম

 

শেখ হাসিনার তৈরী আইন দিয়েই তার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেলে রাজশাহী মহানগর কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল। বিশ্ব মানবাধিকার দিবসে রাজশাহী মহানগরের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর দপ্তর সম্পাদক তৌহিদূর রহমান সুইট, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন সহ রাজশাহী মহানগরের বিভিন্ন থানার আমীরবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল বলেন, আমরা ৫২ দেখিনি, ৬৯ ও ৭১ দেখিনি কিন্তু আমরা ২০১২ ও ২০২৪ দেখেছি। যেখানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মানুষের উপর নির্মমভাবে গণহত্যা চালিয়েছে। ক্ষমতাকে টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বিচারে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। মানবাধিকার সংগঠন গুলোর তথ্যানুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত শাসনামলে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৬৯৯ জন, গুম হয়েছে ৬৭৭ জন। আর ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা কখনো কল্পনাও করেনি গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হবে। শেখ হাসিনা যেই আইন দিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে সেই আইনের মাধ্যমেই এবার তার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে।

তিনি আরও বলেন, গাজাসহ পুরো ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার এবং বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বর্বর ইসরাইলি বাহিনী মূলত মুসলিম জাতিগোষ্ঠী চিরতরে নির্মূল করার লক্ষ্যে গাজায় গণহত্যা চালাচ্ছে। আমরা বিশ্ব মানবাধিকার দিবসে অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনের স্থায়ী সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘ সহ বিশ্বের সকল মানবতাবাদী রাষ্ট্র ও সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, বিশ্ব মানবতার রক্ষা কবচ হচ্ছে ইসলাম। আজ থেকে ১৪৫০ বছর আগে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) তার কর্মের মাধ্যমে মানবতার অনন্য নজীর স্থাপন করে আমাদের দেখিয়ে গেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাসুলুল্লাহ সাঃ এর আদর্শকে ধারণ করে এদেশে মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিনত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি