মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ঐতিহ্যবাহী হযরত রাখাল শাহ (রঃ)-র দরবার শরীফের পবিত্র ওরস মোবারক, গদ্দিনশীন পীর সাহেব শাহ্ তাহির আলম পীর এর সভাপতিত্বে রাখাল শাহ্ দরবার প্রাঙ্গণে জগদীশপুর গ্রামের সকলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে জিকির আযকার তালিম প্রদান করেন শাহ্ তাহির আলম পীর।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ভক্তবৃন্দ, আশিকান, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ওরসের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে সারারাত পীর-মাশায়েখদের বয়ান, নসিহত, যিকির, আজকার তাবারুক বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনায় মুনাজাত পরিচালনা করে বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠান সম্পন্ন হয়।
হযরত রাখাল শাহ্ দরবার শরীফের পীর সাহেব তাহির আলম পীর বলেন, হযরত রাখাল শাহ্ (র.) ছিলেন আধ্যাত্ম জগতের নবআকাশের দীপ্তমান একজন সূর্য সন্তান। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান আমাদের। ইসলামী শিক্ষা ব্যবস্থা ইসলামী নিয়ম অনুযায়ী চলবে।
দেশে ইসলাম প্রচার প্রসার হয়েছে হক্কানি তরীকতের পীর-ওলিদের মাধ্যমে। সুতরাং বর্তমান চতুর্মুখী ফেতনা ও মুসলিম সমাজ দ্বীনের প্রতি উদাসীনতার পরিস্থিতিতে ওলী আউলিয়াগণের আদর্শ অনুসরণ করাই ইহকালে শান্তি ও পরকালে মুক্তির একমাত্র উপায়।