গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলার তিনটি প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে শিশু সুরক্ষা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা করেছে এপি, ওয়ার্ল্ড ভিশন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার সময় উপজেলা শাখা ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ের সভাকক্ষে এপি, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদারের সভাপতিত্বে ধামইরহাট প্রেসক্লাব, ধামইরহাট উপজেলা প্রেসক্লাব ও ধামইরহাট মডেল প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভাটি করা হয়।
সভায় বক্তারা বলেন, “ওয়ার্ল্ড ভিশন সুষম বন্টনের মাধ্যমে শিশুর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠন ও মায়েদের সুরক্ষায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে। এতে করে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও অবহেলিত নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠেছে।”
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মুসা স্বপন, ধামইরহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলীন মিতু কোরাইয়া, শারমিন আক্তার সুরভী প্রমুখ।
গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি