মামুনুর রহমান, স্টাফ রিপোর্টার, পাবনা: গতি বুধবার হতে হিমেল হাওয়ায় সোনালী রোদ উত্তাপ ছড়াতে পাড়েনি শীতার্ত মানুষের শরীরে। মাঘের শুরুতেই শীতের তীব্রতায় বাঘ ডাকার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। উত্তরের হিমেল হাওয়ায় পদ্মা পাড়ের ও চরাঞ্চলের ছিন্নমূল মানুষগুলো হাড় কাঁপানো শীতে নাজেহাল হয়ে পড়েছে। সন্ধ্যার পর ষ্টেশন এলাকাতে এবং সকালে মানুষ পথের ধারে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের প্রচেষ্টা চালাচ্ছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস এই অবস্থাকে মাঝারি শৈত্য প্রবাহ বলে ব্যাখ্যা দিয়েছেন। সন্ধ্যার পর পরই গুরুত্বপূর্ণ ঈশ্বরদী শহর জনশুন্য হয়ে পড়ছে। শীত নিবারণের জন্য খর কুটো জ্বালিয়ে। এদিকে ঈশ্বরদী হাসপাতালের শিশু চিকিৎসক ডা: আব্দুল বাতেন জানান, শিশুরা কোল্ড ডায়ারিয়ায় বেশী আক্রান্ত হচ্ছে। এছাড়া বৃদ্ধরা শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হৃদরোগ, অ্যাজমাসহ বিভিন্ন রোগে ভুগছে।