নাজমুল হাসান নাজির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহিদুল ইসলাম গফুরের নিজস্ব উদ্যোগে গত ১৭বছরের ধারাবাহিকতায় শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১১টায় সদরের মাটিডালি স্কুল এন্ড কলেজ মাঠে অত্র এলাকার এক হাজার প্রান্তিক পরর্য়ায়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসম তিনি বলেন, ‘অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু বিএনপি নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের সঙ্গে খাকুন, জনগণকে সাথে রাখুন। তাঁর পক্ষ থেকেই বগুড়ায় গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকদলের সাবেক সভাপতি ফার্মার রফিকুল ইসলাম, বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি সাংবাদিক ইনছান শেখ, ছাত্রনেতা এ্যাডঃ সেলিম রানা, বিএনপিনেতা মতিউর রহমান শিখন, বাবুল আহম্মেদ, আলমগীর হোসেন, আব্দুল করিম, খোকন শেখ, শাহীন আশরাফ, মোহাম্মাদ আলমগীর হোসেন, দুলাল প্রাং, সাগর, মজিবর প্রমুখ।