মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম
রাউজানের অন্যতম ক্রীড়া সংগঠন টিম ওয়ারিয়র্স অব রাউজানের ব্যবস্থাপনায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে হলদিয়া জুবলী স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, সাবেক চেয়ারম্যান ফয়জুল আলম চৌধুরী টিপু, বিএনপি নেতা হাজী জসিম, নাইম উদ্দিন টিপু, আবুল কাশেম, হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মন্নান মনি, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এস এম ইউসুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, হলদিয়া বিএনপি নেতা দুলাল,নুরুল আলম তালুকদার, যুবদল নেতা আজিজ উদ্দীন মানিক. যুবনেতা মহিউদ্দীন, যুবনেতা মনজুর আলম, যুবদল নেতা মোহাম্মদ আলী সুমন, জানে আলম, সহিদ চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম, যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ, ছাত্রনেতা আরিফুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস। টিম ওয়ারিয়র্স অব রাউজানের পরিচালক মোহাম্মদ জামশেদ ও সৌরাভুল ইসলাম নিজামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোরশেদুল আলম ঝিকু। উপস্থিত ছিলেন টিম ওয়ারিয়র্স অব রাউজানের পরিচালক মোহাম্মদ রনি, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ সামির, মোহাম্মদ মোরশেদ, ফয়সাল সাজ্জাদ। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পৌরসভা-২ কে ৫০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করেন পৌরসভা-১।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের খেলোয়ার ইয়াছিন ফরহাদ।
সেরা বোলার নির্বাচিত হন ইমরান ফরহাদ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফিসহ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।