স্টাফ রিপোর্টার মেহেরুল ইসলাম মোহন
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া মহাবিদ্যালয় মাঠে বিলমাড়িয়া প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঐতিহাসিক ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রহঃ) ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করেছে। রবিবার(১৫ই ডিসেম্বর-২৪) বিকালে বিলমাড়ীয়া কলেজ মাঠে উক্ত খেলায় ভে়ল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান(রহঃ) ফুটবল একাদশ ১-০ গোলে একই উপজেলার মনিহারপুর যুব ফুটবল একাদশ কে হারিয়ে এ গৌরব অর্জন করে।খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলেদেন চলচ্চিত্র নায়ক আমিন খান।
বিলমাড়ীয়া ফ্রেন্ড সার্কেল টুর্নামেন্টের আয়োজনে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন মনিহারপুর ফুটবল একাদশের খেলোয়াড় আহাদ।খেলায় প্রধান রেফারি’র দায়িত্বে ছিলেন আবু হানিফ মিলন,সহকারি রেফারি’র দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম বাবু ও আনোয়ার হোসেন। ভাষ্যকার ছিলেন সাইদুল ইসলাম সৌরভ ও সাখাওয়াত হোসেন এবং স্বাধীন আলী।
খেলা শেষ পুরষ্কার বিতরণী
অনুষ্ঠানের খেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম শফির সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ন- আহবায়ক চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, বিশেষ অতিথি ছিলেন, বিলমাড়ীয়া মহাবিদ্যালয়র অধ্যক্ষ রেজাউল করিম, লালপুর থানা যুবদলের যুগ্ন আহবায়ক মাইনুল হক বিপ্লব।এছাড়াও স্থানীয় গম্যমান্য ব্যাক্তিবর্গ সহ হাজারো দর্শক ও উৎসুক আম-জনতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,উক্ত টুর্নামেন্টে ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ করেন। চ্যাম্পিয়ন দলকে মার্সেল কোম্পানির একটি ফ্রিজসহ ট্রফি এবং রানারস আপ দলকে মার্সেল কোম্পানির টিভি মনিটরসহ ট্রফি তুলে দেওয়া হয়। খেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।