নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
১৫ ডিসেম্বর (রোববার) জাতীয় নাগরিক কমিটির নাসিরনগর উপজেলার অন্যতম সমন্বয়ক আসাদুজ্জামান খোকন-কে গ্রেফতার করে নাসিরনগর থানা পুলিশ।নাসিরনগর আধুনিক হাসপাতালে জাতীয় নাগরিক কমিটির নাসিরনগর রাইজিং অনুষ্ঠানের প্রস্তুতিকালে পুলিশ উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে ২০১৮ সালের দায়ের করা আইসিটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।পরে পুলিশ হেফাজতে তাকে আদালতে প্রেরণ করা হয়।তবে গ্রেফতার হওয়ার কয়েকঘন্টা পর জেলা দায়রা জজ পরিচালিত বিজ্ঞ আদালত ওই মামলায় তার জামিন মঞ্জুর করে।
এ ব্যাপারে আসাদুজ্জামান খোকন বলেন,বিগত সরকারের হয়রানি মূলক আইসিটি মামলায় গ্রেফতার হওয়ার পর মাত্র ছয় ঘন্টার মধ্যেই আমি জামিন লাভ করেছি। ইনশাল্লাহ আমি ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।