মোঃনাজমুল মোরেলগঞ্জঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪।সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টায় দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে মোরেলগঞ্জ বাস স্টান সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম।পরে একই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, বিভিন্ন এনজিও, ফায়ার সার্ভিস, যুবদল, মহিলাদল শ্রমিকদল, ছাত্রদল ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ।এ সময় আরো উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, জামায়াতে ইসলামির আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমানসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা।