মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের যুবদল ছাত্রদলের উদ্যোগে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্পন করা হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর সকাল ৮:৩০মিনিটে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের ঐতিহ্য বাহী বিদ্যাপিঠ সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও শহিদদের প্রতি শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন, ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী বুলবুল। আরও বক্তব্য প্রদান করেন মোখলেছুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংস্থার নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা বলেন, বিজয় দিবস আমাদের জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। এই দিনটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।
বক্তব্যে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখাই আমাদের একমাত্র লক্ষ্য। এ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীরদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য।
আরও উপস্থিত ছিলেন সাহাঙ্গীর হোসেন, হাফিজুর রহমান শহিদুল ইসলাম, তুহিন, আল মামুন,মনিরুল বিশ্বাস মনি,শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, খালিদ, সাগর,রানা,মনির, মিঠুন, রনি,জাহিদুল ইসলাম সহ ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা পারভীন ও সোনাবাড়ীয়া বাজার কমিটির পক্ষে ছিলেন সভাপতি সাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক রিফাত উজ্জামান সুমন, আলানিন,ও শিশু আরিফা সহ দেশপ্রেমিক অনেকেই।