মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার ( রাজপাড়া) কালীগঞ্জ শিশু একাডেমী’র উদ্যেগে মহান বিজয় দিবস উদযাপন ও ৫ ম শ্রেনীর পাঠ সম্পূর্ণ মেধাবী শিক্ষার্থীদর বিদায় অনুষ্ঠান এবং অত্র বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মরহুম ফাহিম এর স্মরণে আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন : মো: হাসান আলী মোল্লা, সাবেক কৃষি কর্মকতা,কালীগঞ্জ।
সঞ্চালনায় ছিলেন : মোহাম্মদ আলী খোকন এবং মো: আবদুল্লা আল শাকিল।
সহকারী শিক্ষক, ঈশ্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠান টি পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান টি শুরু করেন, পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, বিদায়ী শিক্ষার্থী মরিয়ম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন : মো: শরিফ হোসেন, মালয়েশিয়া প্রবাসী।
অনুষ্ঠানে জাতীয় সংঙ্গীত পরিবেশন করেন :বিদায়ী শিক্ষার্থী উম্মে সালমা ও তার দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : মো: মোজাম্মেল হক,কর্মকর্তা আসিয়ান সিটি গ্রুপ।
প্রধান আলোচক: মো: কাওছার আহমদ,বিশিষ্টশিক্ষানুরাগী,জুগলী,কালীগঞ্জ,গাজীপুর।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন :
মোঃ জমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জুগলী উচ্চ বিদ্যালয়।
* মো: আরিফ হোসেন, সভাপতি, রওজাতুল জান্নাত জামে মসজিদ।
* মো: আমিনুল ইসলাম বাদল , বিশিষ্ট ব্যাবসায়ী,ঘোড়াশাল,বাজার পলাশ।
* মনির হোসেন প্রধান,বিশিষ্ট সমাজ সেবক, প্রধান বাড়ী,ধোলাশাদুখা।
* মো: খোরশেদ আলম, বিশিষ্ট সমাজ সেবক, রাজপাড়া,বাগদির টেক।
* আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী,কোহিনুর মার্কেট।
* মো: ফারুক মাঝি,বিশিষ্ট ব্যবসায়ী,রাজপাড়া,কালীগঞ্জ,গাজীপুর।
*হযরত আলী মাকাম,যুগ্ম সাধারণ সম্পাদক কালীগঞ্জ থান যুবদল।
* আব্দুর রহমান, কোষাধ্যক্ষ কালীগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন : রুদ্র চন্দ্র দে,৫ ম শ্রেনীর বিদায়ী শিক্ষার্থী।
*বিদয়ী শিক্ষার্থী ইকরা ইসলাম রিমি।
* বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবন।
* শ্রাবন*আবির*নাঈম মোল্লা।
সিফাত মোল্লা, তানবির,* তাবাসসুম
আলোচনা সভা শেষে, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
মিলাদ মাহফিল পরিচালনা করেন :মাওলানা আবদুর রহমান।
উল্লেখ করা যেতে পারে যে অত্র বিদ্যালয়ের মোট শিক্ষার্থী :২০০ জন
৫ ম শ্রেনীর বিদায়ী শিক্ষার্থী ১৭ জন।
বিদ্যালয়ের মোট শিক্ষক, শিক্ষিকা: ১৩ জন।