সাইফুল ইসলাম ছগির (বিশেষ সংবাদদাতা)
বরগুনা: আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা, সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের। যাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ‘মহান বিজয় দিবস-২০২৪’ পালন করে।
‘মহান বিজয় দিবস-২০২৪’ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে বরগুনা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে গণঅধিকার পরিষদ,বরগুনা জেলা শাখার আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মোঃ শাকিল খান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ জামাল শিকদার সৈকত, শ্রমিক অধিকার পরিষদ, বরগুনা জেলা শাখার আহ্বায়ক মোঃ বশির হাওলাদার, ছাত্র অধিকার পরিষদ, বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ মাইনুল ইসলাম সোহাগ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন,পাথরঘাটা যুব অধিকার পরিষদ সভাপতি মোঃ সজিব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল,পাথরঘাটা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মোঃ বাইজিদ হোসাইন ও সাধারণ সম্পাদক বনি আমিন (মিরহাত) সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
আরোও শ্রদ্ধা নিবেদন করেন তালতলী উপজেলা গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক মোঃ নাসির মুন্সী ও যুব অধিকার পরিষদ, বরগুনা জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ ।